তুমি আশে পাশে,
আমি সবুজ ঘাসে।
ঘাসের বিন্দু শিশির,
আগ্রহ তাই অধীর।


আঁধার একলা রাত,
ধরলে দুটি হাত।
মধুর সূরে গাওয়া,
করুণ সূরে চাওয়া।


কামনার সে ভুল,
নেয় খুঁজে যে কুল।
একলা তুমি আমি,
ক্লান্ত হয়ে ঘামি।


লজ্জা থেমে যায়,
ক্লান্তি পিছু নেয়।
সুখের বৃষ্টি ঝরে,
সুগন্ধে ঘর ভরে।


উর্বরতা পেয়ে,
ওঠো নেচে গেয়ে।
সুখে বিমোহিত,
প্রজন্ম অর্জিত।


ঝরল বৃষ্টি ফোঁটা,
ব্যাকুল হয়ে ছোটা।
গহীন বনের পাশে,
ওই না সবুজ ঘাসে।


ক্লান্তির মাঝে সুখ,
তোমার হাসি মুখ।
লজ্জা রাঙ্গা হাসি,
হৃদয় অভিলাষী।