জীবন ভীষণ পানসে লাগে,
বেশ মধুময় ছিল আগে।
মিষ্টি সময় রোদের সাথে,
সূর্য দেখে রোজ প্রভাতে।


কেটে গেছে অনেক সময়,
মিষ্টি মধুর নরম ছোঁয়ায়।
আগের মত চাঁদ হাঁসে না,
সুখের ভেলায় আর ভাসি না।


আজও হাওয়ার একই দোলা,
ফুল কলিরা আত্ম ভোলা।
সেই ভ্রমরই খাচ্ছে মধু,
বঞ্চিত আজ আমি শুধু।


পাই না যে আর নরম ছোয়া,
নীরব দহন কালো ধোয়া!
কেন জীবন এলোমেলো?
তাঁর কারনেই অগোছালো!


কল্পনাতে সে ঘিরে রয়,
প্রাণে আগুন যায় জ্বলে যায়।
অপেক্ষা সয় কার পরানে?
সবাই ভাসে দুঃখের বানে!


কাঁটা ঘায়ে নুনের ছিটা,
যায় না মোছা সেই ছবিটা!
মনের পর্দা জুড়ে ভাসে,
জীবন পানসে হয়ে আসে!