পেট শান্ত দুনিয়া শান্ত,
পেটের জালায় দেহ ক্লান্ত।
সহিংসতা পেটের দায়,
পেটে খেলে পীঠে সয়।


পেটের জন্য সকল দন্ধ,
খালি পেটে অমিল ছন্দ।
ছুটে চলা দেশ বিদেশে,
কাপুরুষ বা বীরের বেশে।


পেটের দায়ে মন্ত্রী হওয়া,
সেবার নামে ভিক্ষা চাওয়া।
পেট বোঝেনা নীতিকথা,
রাস্তার মোড়ে দু হাত পাতা।


পেটের দায়ে লকার খালি,
সোনা দানাও ধুলা বালি।
দুঃসময়ে মিষ্টি কথা,
সুসময়ে বর্বরতা।


রক্ত বিক্রি পেটের দায়ে,
অন্যের দোষ নিজের গায়ে।
পেটের দায়ে বওয়া বোঝা,
আরও বেশী অন্ন খোঁজা।