দিয়েছো ঠেলে দূরে, ডেকে কামনার সূরে
মাঝখানে ছিল কিছু অনুভব,
সাময়িক উপভোগ, হৃদয়ের অভিযোগ
করে যায় কষ্টের উৎসব!


থাকতে চাওনি একা, তাই কাছে ধরে রাখা
এ জীবন নয় কোন নিক্তি,
করে না পরিমাপ, করে যায় পরিতাপ
ভাবনায় খাঁড়া করে যুক্তি।


বেদনার উল্লাসে, নিয়তির পরিহাসে
এই প্রাণ যেন আজ যায় যায়,
আবেগের সত্ত্বা, ভুলে যায় রাস্তা
অবশেষে করে শুধু হায় হায়!


ভাসে চোখে সারাক্ষণ, আজো সেই আবেদন
শুধু একবার চাই ছুঁতে চাই,
মিটে গেছে প্রয়োজন, তাই যত প্রহসন
চাওয়া আছে প্রাণে ভালোবাসা নাই!


কাকে দিলে প্রশ্রয়, কি আশা ও আত্মায়?
কোন নতুনে পেল অধিকার?
প্রেমের ফাঁদে ফেলে, গেছে দিন হেসে খেলে
মন মত করে গেলে ব্যবহার!