প্রেম তুমি অদৃশ্য,
তোমায় ছাড়া অচল বিশ্ব।
বোঝো তুমি বোবার ভাষা,
দূর হতে তাই কাছে আসা।


প্রেম তুমি সর্বশ্রেষ্ঠ,
সহজ সরল উৎকৃষ্ট।
তোমায় নিয়ে সুখে থাকা,
দুঃখে সুখে জীবন আঁকা।


প্রেম তুমি অশেষ শক্তি,
তোমার জন্য মেলে মুক্তি।
অন্ধলোকেও পথ খুঁজে পায়,
পাথর সোনা তোমার ছোয়ায়।


প্রেম তুমি ঐশ্বর্য,
কষ্ট ক্লেশে অনেক ধৈর্য।
তোমায় পেয়ে জীবন ধন্য,
তোমার প্রেমে সৃষ্টি পুণ্য।


তোমার জন্য বেঁচে থাকা,
তুমি ছাড়া সবাই একা।
হীরার চেয়ে দামি তুমি,
তুমিই করলে ধন্য ভূমি।


তুমি ছাড়া নিঃস্ব বোকা,
তোমার জন্যই বেঁচে থাকা।
স্পর্শ দাও তুমি যখন,
পূর্ণতা পায় জীবন তখন।


প্রেম তুমি স্বর্গের ফুল,
তোমার ক্ষমায় শুধরাই ভুল।
তৃষ্ণা মেটাই তোমার নামে,
পাগল সবাই তোমার প্রেমে।


প্রেম তুমি পরশ মনি,
নিঃস্ব তোমায় পেলে ধনী।
প্রেম তুমি জীবনের নাম,
জীবন দিয়েই দিতে চাই দাম।