পথ হারা পথিকের
দিশা হতে চেয়েছি,
প্রতিদানে জঘন্য
প্রতিদান পেয়েছি।


ব্যাথা পাওয়া সাথীকে
দিয়ে হাত বুলিয়ে,
লাঞ্ছনা অপবাদ
দিলো ঘাড়ে চাপিয়ে।


রোগে শোকে মৃতপ্রায়
তাকে সেবা করলাম,
সেই আজ আমাকে
মারতে দেয় দাম।


ঘর হারা পথিকের
করে দিয়ে আশ্রয়,
ক্লান্ত এ দেহ আজ
রাস্তায় পড়ে রয়।


এ দেহের রক্তে
হল যার প্রাণদান,
তাঁর ছুরিকাঘাতে
যায় আজ এই প্রাণ।


যেন কারো উপকার
করা নিজ বলিদান,
তবু কারো বিপদে
কেঁদে ওঠে মোর প্রাণ।