রাজনীতি মানে আজ শুধু পেশীশক্তি
কেউ যেন করছে না দেশটাকে ভক্তি।
দলে দলে ভাগ হয়ে শপথের জয়গান
মিথ্যা প্রলোভনে শংকিত জনগণ।


কার হাতে দেবে তুলে ন্যায়ের ঐ দণ্ড?
স্বার্থের কাছে সেবা হয়ে গেছে পণ্ড।
সম্মুখে মিঠে কথা কারচুপি গোপনে
দুঃস্থের ত্রাণ পচে নেতাদের উঠোনে।


কালা বোবা গাছ হয়ে এই দেশে দাঁড়িয়ে
শোষণের সীমানা চায় যেতে পেরিয়ে।
নেতাগুলো পড়েছে অর্থের কবলে
তাই দেশ নিঃশেষ দুর্নীতির ছোবলে।


জনতার মতামত প্রাধান্য না পেলে
সমাজটা ডুবে যাবে অনিয়মের অতলে।
মিথ্যে নাটকের কি আর প্রয়োজন
জনগণ জেনে গেছে কল্পিত আয়োজন।


রাজনীতি নামধারী আসলে তা ব্যবসা
কেউ আজ করছে না কারো পরে ভরসা।
কল্যাণে ব্রতী হয়ে যে জন ধরে হাল
রাজনীতি বলে তাকে বেঁচে রয় চিরকাল।