জিলাপির আড়াই প্যাচ
রাজনীতির মারপ্যাচ,
কাটে ভোতা দা দিয়ে
কেটে যায় ঘ্যাঁচ ঘ্যাঁচ।


আকাশে ছোড়া তির
এসে লাগে নিজ গায়,
এই ধরে গলা চেপে
এই পড়ে রয় পায়।


শিক্ষা কি দরকার?
পয়সার কারবার,
লুটপাট যুদ্ধে
জোর যার ধন তার।


বিচার ব্যাবস্থা
টাকা ভরা বস্তা,
যদি থাকে তবে তুমি
রাখো তাতে আস্থা।


নিয়ম আজ কড়াকড়ি
মাদকের ছড়াছড়ি,
যে করে আমদানি
রও তার পায়ে পড়ি।


ধরে কলা কচু চোর
মেরে মেরে রাত ভোর,
নিজেই জানো না তুমি
আসলে কি দোষ ওর!


পড়েছো মারপ্যাঁচে
দিয়েছো নিজেকে বেঁচে,
ভেবে লোম খাড়া হয়
আগামীতে কি আছে!