রাষ্ট্রের চোখে জল
নেতা নেত্রী আনন্দে নাচে
অনাহারে জনগণ তার
শুকিয়ে কঙ্কাল।


উন্নয়নের গুড়ে বালি
ঋণের পরে ঋণের বোঝা
রাষ্ট্রের কোমর হয় না সোজা
অর্থাভাবে ভুগছে সবাই
ব্যাংক ও নাকি খালি।


সৃজনশীল শিক্ষা
প্রশ্ন ফাঁসের পড়ল হিড়িক
ব্যাচের উপর সবার নিরিক
মধ্যে পড়ে পাঠ্যপুস্তক
করছে পাঠক ভিক্ষা।


চিকিৎসার মান ভালো
ক্রিকেট খেলা দেখছে ডাক্তার
ইনজেকশান দেয় পিওন ক্লিনার
নার্সে দ্যাখে স্টার জলসা
ক্লিনিক জমকালো।


প্রশাসনে আসি
পুলিশ খাচ্ছে ধুমছে গাজা
আইন বইয়ে মৃত সাজা
চলন্ত বাসে হচ্ছে ধর্ষণ
রাষ্ট্র বলে তাই আমি আজ
অশ্রুজলে ভাসি