হাতে পেলে রত্ন, করি মহা যত্ন।
যদি হয় তুচ্ছ, ঘৃণা এক গুচ্ছ।
শান্তির বারতা, শুনি কই আর তা?
বিদ্রোহ শান্ত, মেধা বিভ্রান্ত।


আজ যেন সকলে, দুর্যোগ কবলে।
মানুষের মূল্য, পশু সমতুল্য।
ভঙ্গিতে হায়েনা, স্বার্থের বায়না।
মুক্তির প্রেরণা, হৃদয়ের গহনা।


ভীতুদের আত্মায়, সাহসীর সত্তায়।
আজ শুধু ক্রন্দন, ছিন্ন বন্ধন।
নেই কারো আস্থা, দুরুহ ব্যবস্থা।
ঘাতকের হুঙ্কার, বিধানের সংস্কার।


সত্যের ব্যবধান, মিথ্যার আহরণ।
বিবেকের সত্য, পদতলে নিত্য।
বস্তুও প্রাণ পায়, আইনের আজ্ঞায়।
তুচ্ছের দহনে, সে আইন শ্মশানে।


ন্যায্য অধিকার, শান্তির সমাহার।
স্বর্গীয় যাত্রা, নারকীয় মাত্রা।
রত্নের বন্যায়, ভেসে যাক অন্যায়।
প্রাণ হোক রত্ন, পাক সদা যত্ন।