পর হয়ে যায় আপন
আপন ও হয় পর,
দায়িত্ব যাই ভূলে
ফলাই অধিকার।


পাহাড় ছুঁড়ায় আবাস
বৃক্ষ হল সাবাড়,
ব্যাথায় প্রেমের কাটল নেশা
হৃদয় হল উজাড়।


শূন্যে ভাসে মেঘ
মেঘের ভেলায় ভাসি,
ভিন্ন গ্রহে ঘর বাঁধতে
হচ্ছি অভিলাষী।


জীবন দিয়ে বাঁচি
তবু আসে মরণ,
সুখ ভুলে যাই অকপটে
রাখতে চাইনা স্মরণ।


দুঃখ আসল আপন
আপন কভু পর,
আপন ভাবে আমার কথা
পেলে অবসর।