নিজেকে সামলানো শিখে নাও
অযথা ভেবনা আর আমাকে নিয়ে।
নিরাপদে থেকো তুমি কাঙ্ক্ষিত ঠিকানায়
আনন্দ উল্লাসে কামনার মহলে।


আর কোন অভিযোগ যেন মনে রেখনা
মনটাকে বেঁধে রেখো বাসনার আঁচলে।
অন্তরে ফুটে থাকা কামনার ফুলগুলো
ঝরে গেলে বুঝে নিও ভালোবাসা সীমাহীন।


যন্ত্রনা দল বেঁধে দরজায় দাঁড়ালে
আবেগের অযুহাতে দিও তাঁকে থমকে।
লজ্জার আবরনে ঢেকে থাকা স্বপ্ন
নির্জনে দেখে যেও একাকীত্ব ঘোচাতে।


সময়ের হাত ধরে এসো গন্তব্যে
সুবর্ণ সুযোগে করে যেও অভিনয়।
কলহের রোষানলে পরাজিত অশ্রু
মিশে যায় কখন যে বিবেকের ধারাতে।


চেতনার আকাশে তারা হয়ে জ্বলতে
সূর্যকে ঢেকে দিও কালোমেঘের আড়ালে।
শান্তির যুদ্ধে ঝরে যাওয়া সব ঘাম
ক্লান্ত বিছানায় মুছে নিও আঁচলে।


নিরাপদ আশ্রয়ে শেষ হলে প্রয়োজন
ছেড়া কাগজের মত যদি ছুড়ে ফেলে দেয়।


সঙ্কোচ ভুলে তুমি দাঁড়িও এ আঙ্গিনায়।।


সুখগুলি ভেসে গেলে অশ্রুর বন্যায়
জ্বালাময় আত্মাকে দিতে চিরমুক্তি-
তারা হয়ে জ্বলব আকাশের সীমানায়।