পরাধীনতার গ্লানি মুছে দিল বাঙ্গালীর স্বাধীনতা,
কি আশা ছিল শহীদের প্রাণে কেউ ভাবে সে কথা?
নির্মম ভাবে লুটে নিয়েছিল মা বোনের সম্ভ্রম,
রক্ত ঝরায়ে সফলতা পেয়েছে স্বাধীনতা সংগ্রাম।


মুক্ত আকাশে উড়েছে পাখী স্বাধীন হয়েছে দেশ,
তবুও আজো বাঙ্গালীতে মিশে পরাধীনতার রেশ।
রেষারেষি আর হানাহানিতে মাতোয়ারা যেন সবাই,
ব্যক্তি স্বার্থে অন্ধ সকলে দেশেপ্রেম চেতনা নাই।


লাঠালাঠি আর কাটাকাটি হয় কত কথা বলাবলি,
ক্ষমতার নেশায় অন্ধ হয়ে স্বদেশ জলাঞ্জলি।
বাংলাকে বুকে আগলে রেখে দেশকে ভালোবাসা,
দশের সেবায় নিবেদিত প্রাণ ছিল শহীদের আশা।


লোভের পাপে দেশপ্রেম মরে বানিজ্যে নিয়েছে রূপ,
সবুজ শ্যামল সোনার বাংলা মনে হয় মৃত্যু কূপ।
ভাইয়ে ভাইয়ে আজ শত্রু হয়েছে মিথ্যা ক্ষমতা লোভে,
শহীদের সেই বিদ্রোহী চেতনা ফেঁটেছে দুঃখে ক্ষোভে।


বাংলা আছে বাঙ্গালী আছে দেশ প্রেম যেন নাই,
চিন্তা চেতনায় খাঁটি বাঙ্গালী আজো আমি খুঁজে যাই।
তাঁদের প্রাণের স্বপ্ন ছিলনা এমন বর্বরতা,
নির্ভয়ে নিজ প্রাণ সপে যারা দিয়ে গেছে স্বাধীনতা।