শুধু ছুটে চলেছি অবিরত চলেছি
খুঁজে পেতে জীবনের সঙ্গী,
লোক শত পেয়েছি বাজিয়েও দেখেছি
প্রাণ ভরা ছলনার ভঙ্গী।


স্বার্থের বানে ভেসে আমার কিনারে এসে
আমাকেই চায় সুখে ভাসাতে,
স্বার্থ ফুরালে যায় চলে আড়ালে
প্রাণ রয় শুধু তার আশাতে।


এক সাথে পথ চলা এক মুখে কথা বলা
সবই তার ছলনার অংশ,
বিশ্বাস করে তারে কি ভুল আজ আহারে
জীবনটা হল যেন ধ্বংস।


সেই ভাল একা থাকা প্রাণটাকে একা রাখা
থাকবেনা বিপদের ঝুকি আর,
মিছে ঐ ছলনায় নানা ফাঁদ পাতা রয়
নেই বুঝতে কারো বাকী আর।


তবু যেন সকলে উড়ে চলে ডানা মেলে
সাথী খোঁজে কষ্ট মেনেও,
এ যেন গহীন বনে পা রাখা দেখে শুনে
প্রাণঘাতী বাঘ আছে জেনেও।


ভয়তো সকলে পায় একা থাকা বড় দায়
তাই সাথী খোঁজে আজ সকলে,
একা থাকা আরো ভয় তাই সবে ঝুকি নেয়
দেহ আর প্রাণের আদলে।


ভয়টাকে জয় করে নিজ সাথী এনে ঘরে
মেলে তবে জীবনের তৃপ্তি,
উভয়ের চেষ্টায় হৃদয়ের দেশটায়
জলে ওঠে শান্তির দীপ্তি।