এ কোন অভিশাপে আজ দেশ জ্বলছে?
প্রকাশ্য দিবালোকে শত লোক মরছে!
জীবন চলার পথে হতে পারে অন্যায়,
আইনের অজুহাতে মেরে ফেলা কথা নয়!


কতিপয় জনগন করে সব অপরাধ,
ভক্ষক হয়ে করে রক্ষকে বরবাদ।
কারো অন্যায় নিয়ে কারো মাথা ব্যাথা নেই,
সাধারণ মানুষে কোন কথা বলে যেই।


পাকড়াও করে ফেলে নেই আর নিস্তার,
লোকে যেন হারিয়েছে কথা বলার অধিকার।
প্রকাশ্যে দিবালোকে চলছে হরদম,
প্রশাসন বলছে দেখে যাও কথা কম।


প্রশ্রয় দিয়ে কেউ আরামে ঘুম যায়,
ইজ্জত হারিয়ে কেউ মরে লজ্জায়!
সমাজের এক কোনে বোবা হয়ে বসবাস,
নির্দোষ জেল খাটে দোষী করে উল্লাস।


আর বেশী দেরি নেই আসছে শুভক্ষণ,
জনতার অন্তরে বিদ্রোহী গর্জন।
দেয়ালে ঠেকলে পীঠ রাজপথে নামবে,
নির্দোষ জনতার মুক্তি মিলবে।