সুখ যদি কোনভাবে
হত কোন পণ্য,
ধনী লোকে কিনে তারে
হয়ে যেত ধন্য।


শান্তির আঁচলে
মুছে দিত সব ঘাম
বশ করা যেত যদি
যত হোক দিয়ে দাম।


বিধাতার কি লিখন
সুখে সুখী ভাগ্য
ধনে তারে করেনি
বশীভূতযোগ্য।


কান্নার শব্দে
যার ঘুম ভেঙ্গে যায়,
সে ই প্রাণ খুলে হাসে
সুখের ই ইশারায়।


মুক্তোয় ভরা ঘর
ধনে পরিপূর্ণ,
সুখ পেতে ভিক্ষায়
সেও অবতীর্ণ।


শুয়ে শুয়ে চাঁদ দেখে
ভাঙ্গা ঘর ফুটো চাল,
দিন কাটে না খেয়ে
তবু খুশী চিরকাল।


সব দিলে মানবেরে
নিজ হাতে রেখে সুখ,
নিজ হাতে দান কর
যে চায় যত টুক।