এক এর থেকে কম
দুই এর চেয়ে বেশী,
ভূল ধারণা সুখের কেন্দ্র
শুধুই মাংস পেশী।


পুষলে মনে রাগ
হারায় অভিমান,
কঠিন ঘামে ঝরে
প্রেমের প্রতিদান।


মনের কাছাকাছি
দেহ থেকে দূরে,
সত্যিকারের ভাব না হলে
জানবে কেমন করে?


ফোটার আগে ফুল
ঝরবে সে কি ভাবে?
ঝরে গিয়েই বুঝল পিরিত
অমর হল তবে।


দুঃখের গণ্ডী দিয়ে
বাধলে যদি সুখ,
আশার স্বপ্নে ডোবে
নিঠুর পাষাণ বুক।


জীবন থেকে দূরে
মৃত্যুর কাছাকাছি,
সেখানেই সুখ বসত করে
আমি জেনে গেছি।


পাতালের ও নিচে
আকাশের উপরে,
মিছে মিছি লোকে শুধু
সুখ কে খুঁজে ফেরে।