নিত্য তোমায় যাচ্ছি বলে
ছাড়তে সিরিয়াল,
প্রতিদিনই তরকারিতে
কম বেশী নুন ঝাল।


শুকনো কাপড় আবার ভেজে
বৃষ্টিতে ঐ ছাদে,
ক্ষিদের জ্বালায় দুধের শিশু
ছটফট করে কাঁদে।


মাংস পুড়ে পুরো ঘরটা
ধোয়ায় গেছে ভরে,
পোড়া গন্ধ পেয়েও টিভির
সামনে কেমন করে?


বিয়ের আগে বলেছিলে
টিভিই দেখ না,
আর এখন দেখছি টিভি ছাড়া
কিছুই বোঝ না।


স্কুল ছুটির পরে বাবু
একলা বসে কাঁদে,
অফিস সেরে ওকে এনে
খাওয়াচ্ছি ভাত রেঁধে।


সারা রাত্রি কলটা ছাড়া
ট্যাংকি হল খালি,
অফিস যেতে নিত্য দেরী
শুনছি বসের গালি।


সহকর্মীর পরামর্শে
ডিশের লাইন কেটে,
সিরিয়ালের নেশায় বাবার
বাসায় গেলে হেঁটে।