সুন্দরের পূজারী জগতের সকলে,
শ্রীহীন আজীবন রয়েছে পদতলে।
দেহে নয় মনেতে গড়ে সম্পর্ক,
শরীরের লোভে তবু চলে কত তর্ক।


কটাক্ষ করে লোকে যে আজ বিশ্রী,
কত শত সমাদর হয় যদি সুশ্রী।
বাহ্যিক ভাললাগা আনে অমঙ্গল,
ভ্রান্ত ধারনায় মানবতা রসাতল।


বিতর্ক সারাক্ষণ জনমনে চলমান,
কদাকার চেহারাও করে শুভ অভিযান।
সাদা কালো ভেদাভেদ যেন এক অভিশাপ,
ভাল মন্দের মাপে তাই ভারী হয় পাপ।


পুণ্যের ওজন কত কে করবে নির্ণয়?
মিথ্যার কাছে হলে সত্যের পরাজয়!
ভেতরের ভালবাসা আজ সংকীর্ণ,
সকলের অন্তরে মিহি বিস্তীর্ণ।