আজো প্রতি রাতে
তোমার ছোঁয়া পেতে,
মিষ্টি মধুর সূর শুনতে
থাকি অপেক্ষাতে।


বৃষ্টি ঝরে যায়
বিজলি ও চমকায়,
রোদে পুড়ে ঘামে ভিজে
থাকি অপেক্ষায়।


মধুর সে দিন গুলি
যায়না ভুলে থাকা,
একটি বারও দেখতে যদি
কেমন আছি একা।


তোমায় ছাড়া আমি
নিঃস্ব একা জীবন,
বুঝবে তুমি আমার মত
একা হবে যখন।


আজো তোমার আশায়
নদী দুকূল ভাসায়,
আজো প্রতি দিনের শেষে
পাখী ফেরে বাসায়।