তোমাতে আছে কি আনন্দ, পৃথিবীর সাথে করি দন্ধ,
মহাশান্তির ওই ছন্দ, আহা কি মধুর কি অনিন্দ্য!
চির সুন্দর মহা বিশ্ব, আনন্দ পেতে লোকে নিঃস্ব,
তোমাতেই সপে সর্বস্ব, তোমার জন্য ট্রয় ধ্বংস!


তাজমহল গড়েছে শাহজাহান, মমতাজ তাতে চির অম্লান,
শুধু তোমাতে সুখ সন্ধান, ধরাময় প্রশান্তির গুঞ্জন!
তুমি দিলে সামান্য আশ্বাস, অন্তরে গড়ে ওঠে বিশ্বাস,
মাথা পেতে নিয়ে সর্বনাশ, যুদ্ধ করে শেষ নিঃশ্বাস!


তোমার জন্য ধরা ঘূর্ণায়মান,শুধু স্বস্তির অন্বেষণ,
তোমায় করলে আলিঙ্গন, আনন্দে সপি এই প্রিয় প্রাণ!
তোমাতে সুখ অত্যন্ত, শত উপভোগে নই ক্লান্ত,
রণক্ষেত্র হয় শান্ত, ধন্য ধরণীর প্রান্ত!


উদ্যম তুমি তুমি শক্তি, যন্ত্রণা ভরা প্রাণে মুক্তি,
মানবাত্মার অভিব্যক্তি, প্রলয়ঙ্করী বিভক্তি!
পৃথিবী যদি হয় ধ্বংস, সব প্রাণ হয় নির্বংশ,
সকলে হলেও নৃশংস, আনন্দ কমেনা এক অংশ।


তোমাতেই সমস্ত উচ্ছ্বাস, অন্তর জুড়ে শত উল্লাস,
তুমিহীন বৃহৎ সর্বনাশ, অসহ্য নির্মম পরিহাস!
আমরণ রবে এই বন্ধন, বিচ্ছেদে বেদনার গুঞ্জন,
তুমি সত্ত্বা জুড়ে সারাক্ষণ, তুমি দ্বারা আনন্দ প্রণয়ন!