সর্বত্র তোমার বিচরণ
ভাবনায় বিভোর করে
অশান্ত আমাকে।
পদদলিত হই
নিজেই নিজের ভীড়ে।


বন্দী হই আপন কারাগারে,
কখনও বা হারাই
বেঁচে থাকার অনুপ্রেরণা।


লুকায়িত রহস্য
অপমান করে যায়
সারাক্ষণ আমাকে।
উদঘাটনের ব্যর্থ প্রচেষ্টা
নিমজ্জিত হয়
অদ্ভুদ তেজস্বী বাসনায়।


হৃদয়টা ঘেমে যায়
ঝরে যায় অশ্রু
বিষাদতা ঘিরে ধরে
স্পন্দন বেড়ে যায়।


আদরের তুলি দিয়ে
ঘৃণার ছবি আঁকি
তন্দ্রিত জীবনী
অজান্তে লেখা হয়।


একঘেয়ে পথচলা
ঘটা করে থেমে যায়-
মুমূর্ষ ভাবনারা
তবু যেন পিছু ডাকে,
অন্তরে দানা বাঁধে
জীবনের সঞ্চয়।