উত্তাল যৌবন যেন ভরা নদী,
দুই কুল ভেসে যায় ঢেউ লাগে যদি।
পূর্ণিমা চাঁদ হয়ে জ্যোৎস্না ছড়ায়,
কখনোবা বিজলীর আলো ঝলকায়।


বাসনা জাগানো রাতে কামনার সূরে,
মধু মোহে ছুটে আসে থাকে যত দূরে।
নির্ঘুম চোখে চোখ রাত শেষ হয়,
ঘামে ভিজে দুটি দেহ প্রশান্তি পায়।


দুর্বার দুরন্ত যৌবনে যদি,
বাধা আর বিপত্তি আসে এক নদী।
হৃদয়ের সাঁকো দিয়ে পার হয়ে যায়,
উভয়ের প্রতি তারা থাকে তন্ময়।


আমাবস্যার রাতে কে দেখাবে পথ?
যৌবনে দীপ্ত সজ্জিত রথ।
সোহাগের আলো জ্বেলে চোখাচোখি হয়,
উত্তাল যৌবন জুড়ে বিস্ময়।


যৌবন শ্রেষ্ঠ এই ধরাধামে,
মঙ্গল ডেকে আনে তাঁর সংগ্রামে।
উদ্দীপনায় ভরা যৌবনময়,
করো উপভোগ আর করো সঞ্চয়।