দেহ নাচে মন দোলে,
ছলে বলে কৌশলে।
কত কথা যায় বলে,
কি নেশায় পড়ে ঢলে!


হৃদয়ের রাস্তায়,
মনে প্রাণে সত্তায়।
সুখ অনুভূত হয়,
যায় দেহ ঘেমে যায়!


নিঃশ্বাস স্বস্তির,
প্রাণ হয় গম্ভীর।
ভাঙ্গতে ও প্রাচীর,
দেহ বড় অস্থির।


দেহে দেহ সহজে,
বাঁধ ভাঙ্গা আওয়াজে।
শুধু সুখ বিরাজে,
মনে মন কি কাজে?


দেহ যদি সুখ পায়,
কলঙ্কে নেই ভয়!
থাক মনে থাক ভয়,
কম মেলে এ সময়!


ও চোখের পলকে,
বিজলির ঝলকে।
মন বলে দেহকে,
বাঁধ সাধে বিবেকে!