বিফলতা যাবে মরে,
সফলতা বরন করে।
নতুন বউয়ের আঁচল ধরে,
যদি ভেজা বেড়াল ঘরে।


কেঁদে নয়ন যারা ভাসায়,
তারাই আবার ভুবন হাসায়।
তাদের প্রীতি ভালোবাসায়,
দূরীভূত হয় পরজয়।


কাপুরুষের মরার মাঝে,
লজ্জা নিজে মরে লাজে।
মরে ওরা সকাল সাঝে,
চরিত্রটা ভীষণ বাজে।


ঘরের কোনে ঘাপটি মারা,
এই বহমান জীবন ধারা।
আগামীকে আনে ওরা,
ফুলে ফলে ভরে ধরা।


জীবন সঙ্গীর অনুভূতি,
তারই দেয়া প্রতিশ্রুতি।
উৎসাহ আর উদ্দীপনায়,
সার্থকতা পায় খুঁজে পায়।


বীরের বেশে তাঁর চলাচল,
অফুরন্ত জোর মনোবল।
সকল কাজে জয়ী সফল,
ঘরে যারা ভেজা বেড়াল।