আমি এক স্বপ্নের তীরে দাড়িয়ে বলছি,
বিশদ বলতে লজ্জাবোধ করে আমার।
বাস্তবতায় কতক স্বপ্ন পূরণের গল্প দেখেছি,
এসব দেখতে নিজেকে আর ভালো লাগেনা।
দেখেছি স্বপ্নগুলো কিভাবে ভেঙ্গে যায়,
একেকটি স্বপ্ন ভাঙ্গার গল্প কলকব্জা নাড়ে।
তবু শান্তনা দিয়ে দমিয়ে রাখি পাষাণ করে,
হৃদয়ে কষ্ট চেপে ছুটতে শুরু করি লাগামহীন।


স্বপ্ন হারানোর বেদনায় কখনও ছটফট করে উঠি,
আমি স্বপ্নময় এক আটকপালে প্রেরণা দাতা।
নির্লজ্জভাবে কিনারে দাড়িয়ে উপভোগ করি,
তাদেরকে কখনও নিরাশ হতে বলি নাই।
অধরা স্বপ্নগুলো  অনেক দূর প্রবাসে ঘুমায়,
ঘুমের স্বর্গে স্বপ্নে বিভোর হয়ে ফিরে আসে।
স্বপ্ন ভাঙ্গলে আমাকে ঘুম ভাঙ্গিয়ে দিয়ে যায়,
জীবন্ত স্বপ্নগুলো শিহরিত হয়ে আতঙ্কিত করে।


রচনাকাল : ০৩ আগস্ট ২০১৯