তেরো শত নদী বয়ে চলে
আমার নদীমাতৃক এ দেশে,
দেয় হৃদয়ের কথা বলে
দুই তীর শ্যামল বেশে।
ঢেউ খেলানো নদীর জলে
জেলে রা ফেলে জাল,
পাল তুলে নৌকা চলে
মাঝি রা ধরে হাল।
মাঝে মধ্যে বাতাসে ভাসে
ভাটিয়ালি সুরের গান,
তালে তে চোখ বুজে আসে
আহা! জুড়িয়ে যায় প্রাণ।
সবুজ ভরা মাঠের প্রান্তে
নেই'ক দুঃখের আনাগোনা,
হারিয়ে যাই দূর অজান্তে
বাংলা আমার শেষ ঠিকানা।


#nurnobifulkuri
03/01/2019