আছেন যারা অত্যাচারী
হচ্ছে তারা গুণ বিচারী,
উচ্চ পদে থাকেন যারা
অবিচারী করেন তারা।


আম জনতা চুপটি করে
ঠেকায় মাথা সুধীর পরে,
সুশীলরা তো ঘাপটি মেরে
ঢুকছে দেখি বদ্ধ ঘরে।


কতক জ্ঞানী-গুণী-সুধী জন
চোর-চামারের আপনজন,
সমাজ টা আজ যাচ্ছে কোথা
দুঃখী জনের বাড়ছে ব্যথা।


ঝড় ওঠে যদি প্রতিবাদের
থামাতে কাজ বড় অর্থের,
যেই সাধুরা চুরি করে
প্রহার করো ধাক্কা মেরে।


রচনাকাল: ১৫/০৫/১৯