বসিয়া নির্জনে কত কথা আনমনে
শুধু হৃদয়ে ভাসে আর চলে যায়,
চাপা পড়ে থাকে কত অনুভূতি
কেউ কখনও জানতে চায় না।


চাইবেই বা কি করে!
কিছু জানে না, বোঝেও না
এ হৃদয়ে জমে আছে কত অব্যক্ত কথন।
কেউ ব্যক্ত করে দিতে পারে না!


পারবেই বা কি করে!
অনুধাবন শক্তির বাস বহুদূরে!
এসব জানতে যোগ্যতার প্রয়োজন,
সবার দ্বারা এটা অর্জিত হয় না।


এটা একাডেমিক শিক্ষা নয়,
এসএসসি এইচএসসি'র মত নয়,
মুখস্থ বা নকলে পাশ নিয়ে আসবে
এটা মনুষ্যত্ব আর মানবতা।


21/09/2018
#nurnobifulkuri