দেখি নির্বাক আমি অজ্ঞ,
লিখি ছন্দ পড়ে বিজ্ঞ!
করি ভাবনা পেতে গন্তব্য,
চলে আসে যত মন্তব্য!


নই প্রেমিক আমি চরিত্রহীন
করি বকবক আমি জ্ঞানহীন।
বলি বাস্তব আমি নাস্তিক,
নির্বোধ শ্রোতা তারা আস্তিক!


করি ধ্যান নাই জ্ঞান,
বাঁধা আসে পাহাড় সমান!
থাকি নির্জন করে ধ্যানযোগ,
আমি শয়তান করি উপভোগ।


তাং: ১৭ আগস্ট ১৯