সবুজে ভরা প্রকৃতির মাঝে
আমি দাঁড়িয়ে ছিলাম একা,
এদিক সেদিক সব খুঁজিয়াছি
কোথাও পাই নাই তাহার দেখা!


তাহারে কত ভালবাসিয়া
এ কি শুনিলাম তবু শেষে,
আমার কথা রাখিল না মনে
চলিয়া গিয়াছে অচিন দেশে!


কোথায় পাবো, কেমনে তাহা
আর কেউ বুঝি না জানে,
অতৃপ্ত মন যাউক জুড়াইয়ে
এই শ্যামল প্রকৃতির টানে।


প্রকৃতি দিয়াছে পাকা কথা
কভু যাইবে না আমাকে ছাড়িয়া,
নাই যে তাহার লোভ-লালসা
কেউ নিতে পারিবে না কাড়িয়া।


তাহার চাইতে প্রকৃতি আমার
হইয়াছে বড়ই আপনজন,
তৃষ্ণার্ত হৃদয়ে জল ঢালিতেছে
সতেজ রাখিতেছে সারাক্ষণ।


লেখক সংগঠক ও গণমাধ্যমকর্মী
রচনাকাল- ২৭ মার্চ ২০২০ ইং।