রোপণ করিয়াছি বৃক্ষ;
ঢালি নাই কভূ পানি,
সেখান হতে ফল চাওয়া;
কতটা সঠিক না জানি!
নড়বড়ে ছিল গোড়া;
দেইনি'ক খুঁটি মোরা,
ছিলনা তো সেটা ভুল;
বৃক্ষের গোড়া পত্তন করা!
ঢালিতাম যদি জল;
পাইতাম আজি ফল,
যদি গোড়ায় দিতাম খুঁটি;
খাইতে পারতাম আঁটি!