রাতের মৌনতা ভেঙে জেগে উঠি রাতের বিবরে
  পাশে নেই এই তুমি। নিশিভোর কখনো কি ছিলে
  শুধাই নিজেকে আমি অন্তপ্রাণ শূন্যতার ঘরে
  তুমি আছো তুমি নেই। সুনসান নীলাভ নিখিলে


  প্রস্ফুটিত পুষ্প বাগ ভাইরাসে প্রকম্পিত আজ
  তোমার সৌরভ তবু কিছু তার ভেসে ভেসে আসে
  প্রকৃতির মন ভার , এ ধরার অমলিন সাজ
  কেমন বিবর্ণ দেখ মৃতপ্রায় করোনা সন্ত্রাসে।


  তোমাকে সাজাবো ফের ঘষেমেজে পূণ্য অবয়বে
  তোমাকে ফিরিয়ে দেব সমূদয় শরীরী উত্তাপ
  যদিও কিছুই নাই এ চাষীর ফসলের স্তবে
  অচেনা কিটের ক্ষত অনির্নিত বেঘোর প্রলাপ।


  আমিতো পাষণ্ড নই। কবি আমি তাই ফিরে আসি
  আমার প্রকৃতি তুমি। হে প্রকৃতি এক সাথে হাসি


  মার্চ ৩১ ২০২০
  ০৪:৪৪