কি আর কহিবো কথা প্রতারক অপরাহ্ন কাল
পৃথিবীর জনপদে ঘটে যায় হত্যা গুম খুন
এই সব কাব্যকথা অর্থহীন , পশু শূন্য পাল
জ্বলেনা হৃদয়ে কারো অফুরান স্বপ্নের প্রসুন


তবুও কহিতে থাকি কথকতা যেন গলাবাজি
আমার নেইতো কথা, আমি নেই সেই গহবরে
নেই কাজ বিভক্তির এইদেশে, সব যেন কাজি
চুপ থাকো সেই ভালো, এই বনে বিভ্রান্ত প্রহরে


সকলেই কবি বটে এ নগরে , কবি মাইকেল
রবীন্দ্র আমার গুরু স্বতসিদ্ধ । কবি আমি নই
সর্বত্রই অবক্ষয় , দেখি শুধু কবিতার খেল
হেসে উঠে নজরুল , শাহাবাগে পড়ে হই চই


আমাদের অবক্ষয় মৎস্য যেন মাথা থেকে শুরু
যতো করো বকবক । সত্য কথা বলে যাবে নূরু।