দীপঙ্কর সাধুখান। প্রিয় নাম অতি
চলনে বলনে খুব শিষ্টাচারে ভরা
প্রগাঢ় প্রজ্ঞার জলে তিরহিত খরা
বহমান বায়ু যেন নেই কোন যতি
নিমিষেই মুছে দিয়ে মনুষ্য দুর্গতি
গড়ে তোলে নিজ হাতে সুনিপুণ ধরা
মানব কল্যাণে সাজে ডাক হরকরা
বিদ্যা বুদ্ধি ধন মন, নেই ভীমরতি।


এখন প্রযুক্তি সিক্ত আনবিক কাল
ইথার তরঙ্গে ভাসে প্রভাত গোধূলি
যান্ত্রিক হৃদয় কথা বলে প্রাণ খুলি !
প্রাকৃতিক কিছু নেই , সর্বত্র ভেজাল


আছে এক পরিশুদ্ধ সাধু দীপঙ্কর
বিনির্মাণ করে যায় শোষিতের ঘর।