এখন আর ডাকে না বান তোমার চোখের নদীতে
নির্ঘুম রাতের পাখিরাও
রক্তাক্ত করে না তোমার অস্তিত্বের শরীর


একদা তোমার মতো আমিও দেখতাম
ভালবাসার হীরণ্ময়ী স্মৃতিগুলো একে একে।
পদ্মদিঘির কালো জল হয়ে ভেসে বেড়াতো অনুভবের স্বচ্ছ আকাশে
এখন সেখানে কেবলি মেঘ কেবলি মেঘ
দেখা যায় না জল ভারাক্রান্ত সেই আকাশ
দেখি না কতকাল তোমার স্মৃতির কঙ্কাল


তুমি যে গ্রহের অধিকর্তা ছিলে
অদৃশ্য এক ইশারায় আমি নিক্ষিপ্ত হলাম সেখান থেকে
মহাশূন্যের নিকষ গহ্বরে
বিবমিষা স্বার্থের বেড়াজালে আবদ্ধ তুমি
যে চোখ থেকে ভালোবাসার অমিয়ধারা নিসৃত
হতো
সে চোখ থেকে এখন বিচ্ছুরিত হয় ঘৃণার আগুন