লাখো কোটি মুখ নিঃসৃত ভাষা।
যা শত বাঙ্গালীর হৃদয়ে গাথাঁ
সে তো মোদের বাংলা ভাষা।


লাখো প্রাণের ত্যাগের বিনিময়ে
বাঙ্গালী জাতির রক্তঝরা আকাশচুম্বী আন্দোলনে,
ছিনিয়ে আনা বাঙ্গালীর শেষ আশা।
সে তো মোদের বাংলা ভাষা


কৃষক শ্রমিক ছাত্র নির্বিশেষে
১৯৫২ সালে ক্রোধে লাল মুখমণ্ডলে,
যারা রাজপথে এসেছিল ভেসে।
তাদের পবিত্র অন্তরে ছিল যে আশা
সে তো মোদের বাংলা ভাষা।