গরীবের দুঃখ বেশ অসহায়,
স্বপ্ন দেখে থাকে হাজার রায়।


বলা হয়, স্বপ্ন দেখে বাঁচে,
তারা করে সফল হতে চায়।


গরীবের কি স্বপ্ন যেন হয়?
দিন দুটি কাজ করে রাতে ঘুম পায়।


খেতে চায় তার পুরো পরিবার,
আবার সে স্কুলে পড়াশোনা শুরু কর।


এমন কথা শুনে আমার মনে হলো,
একদিন এসেছে সে স্বপ্ন পূর্ণ করতে।


সব আশা না হারিয়ে গরীবের,
তাকে উপযুক্ত সম্মান দিয়ে দাঁড়িয়ে দিতে।


পথ চলার ক্ষমতা দেবে সে যেদিন,
স্বপ্ন পূর্ণ করতে আর থাকবে না হীন।


একদিন সে স্বপ্ন পূর্ণ করবে,
আমাদের প্রতিটি আশায় হবে নতুন দিন।