গরীবের স্বপ্ন অবাক,
বহুকাল তার অপেক্ষা করে,
দিনে একবার আশার জ্বালা,
যেন ছড়িয়ে দেয় সব দুঃখের স্বাদ।


মুশকিলের দাঁড়াতে তিনি,
কিংবা ব্যস্ততার ঘাটালে ঝরে,
তখনও জানে সে সময়ে দীর্ঘদিনের,
বিপদ করে কেন তার স্বপ্ন সমাধানের।


কখনও না ভুলবে সে প্রতিজ্ঞা,
এমন যে ভাবতে যে সে হবে পুরনকারী,
প্রতিবাদ না শোনে তিনি না দেবে,
কিংবা অসম্ভবে তিনি না মানে তার হারিয়ে চলা।


গরীব যদি চাও আকাশে উড়ে যাওয়া,
তাকে ভিন্ন থেকে না করে মানা,
একটা স্বপ্ন হয়ে তার জীবনে বসা,
যে স্বপ্ন হয়ে থাকতে পারে যেকোনো সময়ে পুরনো।


অর্থহীন নয় যে গরীবের স্বপ্ন,
সেই স্বপ্ন জয় আর স্বর্গের সমান,
আর সে স্বপ্ন পুরন করবে না মাত্র নিজের জন্য,
বরং সেই স্বপ্ন পুরন করে দিবে আরো অনেকের জন্য।