দেখ পৃথিবীর সেই অনেক গরিব,
স্বপ্ন নাই তাদের কাছে আর কীব?
দিনের মোহনা সে স্বপ্ন দেখে,
রাতে আশায় বাস্তব করতে চায় নেকে।


পড়তে না পায় বই, শিক্ষা না পেয়ে,
চাই সেই কঠিন জীবনের থেকে মুক্তি পাওয়া হেলে।
ক্ষুধার্ত পেটে তাকে দেখলে কেউ,
সেই স্বপ্নের মতো হলে তার পরিস্থিতি।


কিন্তু তাকে না ছাড়া যাত্রা সম্পন্ন নয়,
স্বপ্ন না হলে তার জীবনের কোন কাজ সম্পন্ন নয়।
যেকোনো অবস্থায় তিনি কাজ করে,
আশা ছাড়া তার দিন কাটে না ভেজা রে।


কোন পথে না যাওয়া সে থাকে না,
আশার মাঝেই সে তার স্বপ্ন পায় নতুন উজ্জ্বল পথে।
সে বলে না, যে আমি গরিব, যে আমার কিছু নাই,
আমার জীবনে সে বলে হলে সে আমার স্বপ্ন পাওয়া হয়।


তাই স্বপ্ন দেখতে থাকো, গরিব হলেও আশা না হারাও।