দরিদ্র পরিবারের রমজানে, তাদের পেট খালি তো দুঃখের পানি। তবে ঈমান ভরা তাদের হৃদয়, হয়ে উঠে দুয়ার প্রার্থনার রাঙ্গ।


সেজে না যায় রোজার সময়, হাত ভালোবাসা দিয়ে ফিরে আসে মোম। সেই মোমের গভীর মুখে দেখা যায়, দুঃখের সমুদ্রে পার হতে চায় এই দোষ।


কি করে এসব ভয়াবহ দিন সহজে, হাজার প্রশ্নে উত্তর খুঁজে নেই কেউ সহজে। তবু সে দরিদ্র পরিবারের রমজানে, ধরে রাখে হাত তার মাঝে দোয়া করে।


জীবনের পালান করে করে কষ্ট বেঁধে, কী সে পেল এক কাপ পানি বা রোজার সাহরি। তবু আসা রমজান হয়ে উঠে তার দুয়ার, সামান্য খাবার হবে ভালোবাসার উপহার।


দরিদ্র পরিবারের রমজান এত সুন্দর, হৃদয়ে একটি আলো ফুটে উঠে তার। সেই আলোর মাঝে থাকে নির্ভয়ে, স্বর্গের দারুণ সুখ হয়ে উঠে এক দিন।