আমি কবি-   যদি বাগানে ফুল ফোটে,
আমি কবি-   যদি পূব আকাশে সুর্য উঠে।
আমি কবি-   যদি ফুলে ভ্রোমর বসে,
আমি কবি-   যদি ছোট্ট শিশু-
                 নিষ্পাপ মনে খিল খিলিয়ে হাসে।
আমি কবি-   যদি ফুলের গ্রাণে মন উতলা হয়,
আমি কবি-   যদি ভব-জুড়ে মজলুমানরা রয়।
আমি কবি-   যদি বসন্তে কোকিল ডাকে,
আমি কবি-   যদি রাত্রি নিঝুম হয় শিয়ালের হাঁকে।
আমি কবি-   যদি উল্লসিত শীতের সকাল
                 দোয়েলের শীষে,
আমি কবি-   যদি সোনা সোনা রোদ আঁচড়ে পড়ে
                 মাঠ বিস্তৃত ঘাসে।
আমি কবি-   যদি চাষী হাসে ফসলের দোলের তালে,
আমি কবি-   যদি গাঁয়ের বঁধু কলসি কাঁখে
                 চলে হেলে দোলে।
আমি কবি-   যদি হাটতে হাটতে গাঁয়ের পথে
                 পা পিছলে যাই পড়ে,
আমি কবি-   যদি ঝড়ের বেগে ঘরের চালা
                 যায় যদি গো উড়ে।
আমি কবি-   যদি চাঁদনী রাতে ঝোনাকিরা
                 মিটি মিটি জ্বলে,
আমি কবি-   যদি উঠানের কোনে মাদুর পেতে
                 ঠাকুমা গল্প বলে।
আমি কবি-   যদি আমবস্যায় চাঁদ না হাসে,
আমি কবি-   যদি দেশ-মাতায় সবে যায় ভালবেসে।
আমি কবি-   যদি গ্রাম বাংলায় বসে
                 বাউলের আসর,
আমি কবি-   যদি মিছে-ই সাজাই স্বপ্নের বাসর।


রচনাঃ২৮/০৭/২০১৪ ইং