ছাত্র আমি খুবই ভাল
বাংলাতে পাই জিরো,
ফাঁকি মারা খুবই প্রিয়
ভন্ডামিতে হিরো।
গনিত খুব ভালই পারি
পাই মাত্র চার,
খাতা মেলে প্রাপ্ত নম্বর
চুমি বারং বার।
আরবি যখন পড়তে বসি
মাথায় লাগে চুট,
লিখতে বসে আঁকি শুধু
ফাঁকি মারার রোড।
ফিজিক্স নিয়ে আমি কোন
চিন্তা নাহি করি,
বই খানা হাতে নিয়েই
মাথা ব্যাথায় মরি।
রসায়নে খুবই পাকা
মগজে কিছুই নাই,
নাম শুনে-ই মাথা ঘুরায়
অন্তরে ভয় পাই।
বুক ভরা আশা ছিল
হব আমি ডাক্তার,
ভেবে দেখি কর্ম আশা
দুটি অনেক ফার।


রচনাঃ ০৪/০৬/২০১২ ইং