বহু খড়-কুটা পুড়িয়ে,
শতক্রোশ পথ পাড়ি দিয়ে, যখন
হিমালয়ের চূড়া সম সফলতা ছুঁই ছুঁই; ঠিক তখনি তুমা এসে;
সব কিছু এলো মেলো করে দিয়ে চলে গেলে।
হিমালয়ের চূড়া থেকে টেনে হিচড়ে
নামিয়ে আনলে শুন্যতা ভরপুর রাস্তায়।
কি ভুল ছিল আমার?
আমি তো শুধু জন-মানবহীন পথে
তোমার হাত ধরে হাটতে চেয়েছিলাম,
চেয়েছিলাম ধু ধ মরুুভূমিতে তৃষ্নার্থ পথিকের পানি খুজে নিতে।
ভেবেছিলাম, গহীন অরণ্যে পথহারা অসহায়ের
সহায় হবে তুমি। তোমার পায়ে পা মিলিয়ে
নির্ভয়ে পাড়ি দিব অন্ধকারাচ্ছন্ন অরণ্য।
কিন্তু তুমি, হাত ধরে আরো গভীরে টেনে নিলে।
জীবনের এতটা সময় পেরিয়ে আজ
আমি জীবনের মানে বুঝতে শিখলাম।
তবুও আজ আমি অসহায়।
চারদিক শুধু শুন্যতায় ঘেরা।
সবকিছু আগের মত চলছে; তারপরেও
মনে হয় কোন কিছুই যেন ঠিক নেই।
কেন জান? কারন আজ তুমি আমার পাশে নেই।


রচনা: ২৫/০৭/১৬ ইং