কবিতা,
আমি একবার ঘুরে আসতে চাই
যে রাহে তোমার চলন,
আমি বার বার হারিয়ে যেতে চাই
যেথায় তোমার বিচরণ।
আমি তোমায় জেনে নিতে চাই
অঙ্গে পশম যত,
আমি তোমায় হাতিয়ে নিতে চাই
মন্ত্র মুগ্ধের মত।
আমি তোমায় ভালবাসতে চাই
যেমন সলিল-পয়োধি,
আমি তোমায় দেখে যেতে চাই
যত লিখেছেন বিধি।
আমি তোমা' হতে জানতে চাই
কি জ্বালা ক্ষুধায়,
আমি তোমা' হতে নিতে চাই
আশাহত বিদায়।
আমি তোমা' অনুসারে যেতে চাই
যত দিন বইবে সমিরণ,
আমি তোমা' হতে পেতে চাই
শত ক্লেশাহত প্রভন্জন।
আমি তোমার কাছে আসতে চাই
নিশ্বাসে আসবে শোর,
আমি তোমাতে বিলীন হতে চাই
তোমা' আখেঁ দেখবো ভোর।


রচনা: ২৭/০৬/১৫ ইং