আকাশ,বাতাস, চন্দ্র-সূর্য জানে সর্বজনে।
কে ভাই তুমি? জান না দেখি! নাই কিছু নাই মনে।
বলছি, শোন, আমার মাটির সোনার কাব্য কথা;
যে মাটির পরতে পরতে বীর, বীরত্ব গাথা।

পলক ফেল, স্থির কর দু'চোখের পাতা।
পড়বে মনে, ভাসবে চোখে, দেখবে রাজপথ রক্তমাখা।
বাংলায় আমি আমার মায়ের নাম লিখেছি।
খুদাই করে বায়ান্ন তে, রক্ত দিয়ে রাঙ্গিয়েছি।


কান পেতে শোন,
আসছে মিছিল জয় বাংলা শ্লোগান মুখর।
বলব কত! ছেষট্টি, উনসত্তর, সত্তর কিংবা একাত্তর।
ছেষট্টিতে ছয় দফা তো উনসত্তর এর অভ্যুত্থান,
সত্তর এ নির্বাচন জয়, একাত্তরে মুক্তির গান।
লাখে লাখে লাশ পড়েছে, ইজ্জত হয়েছে লুট,
আঘাত পেয়েও চোখ রাঙ্গিয়ে বলেছি মাই ফুট।


লাশ হয়েছি, মরিনি তো! বেচে আছি আজো,
দেখবে চেয়ে আমায় তুমি, আয়নায় যখন সাজো।
বাঙ্গলা আমার, মরবো কেন? বাঁচবো ধুম ধাম।
রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম।


রচনা র তারিখঃ  ০৬/০৪/২০২০ ইং।