আমি কালবৈশাখী ঝড়, আমি ছুটি দিগম্বর
প্রলয়-নৃত্যের নাচন নাচি বজ্রধারী আড়ম্বর;
                    নতুনে গড়তে ধরা
                    ভিতুরে শিখতে লড়া
তেড়ে আসি কালো মেঘে ঢেকে নীলাম্বর।


আমি তীক্ষ্ণ আমি তুখড়, ভেঙে ফেলি বাড়িঘর।
সামনে যা-পাই উড়াতে চাই আছে যত নড়বড়।
                    ঘুণে ধরা, আধ-মরা
                    ভাসিয়ে নেই জীর্ণ-জড়া
দুর্বল যারা ডরায় তারা, ভয়ে কাঁপে থরথর।


আমি মন্দরে দেই কামড়, উপড়ে তুলি শেকড়
অসম আছে যত সমান করিতে করি নড়চড়।
                    ভাঙি তাই হয় গড়া
                    হয় খাড়া নয় মড়া
নতুনে বাঁচতে শেখাই, আমি কালবৈশাখী ঝড়।