আষাঢ়ের গগনে মেলেছে ডানা মেঘ-বালিকা;
লজ্জা-রাঙা ঘোমটা বদনে, বর্জিত কঞ্চুলিকা।
বর্ষণে বিধুর ঝরে পয়োধর তৃষিত স্থলে-
মেঘ-বালিকার স্খলিত ধারা বর্ষে গলে-গলে।


সিঞ্চিত ফোঁটায় হৃদয়ে লাগে আলতো পরশ;
বৃক্ষ-লতা সবুজ সজীবতায় পূর্ণ সরস।
মেঘ-বালিকা মেঘমেদুর নীলাম্বরী শাড়ি-
জড়িয়ে মমতার নীরদ ঢালো গগনে উড়ি।


কল্পনার পালকে ভর দিয়ে মেঘের পরতে
বরষার বর্ষণে হারিয়ে যাই বন্দি ঘরতে।