ফুল ফুটেছে গান ধরেছে,
বাসন্তী সেজেছে ফাগুন;
উঁকি দিয়েছে মনের গহনে,
হৃদয়ে জ্বলছে আগুন।


ঢেউ উঠেছে জোয়ার ফুঁসেছে
প্লাবনে ভেসেছে কামুক;
ঋতুরাজ এসেছে মন বলেছে
আবার জাগিবে ভাবুক।


ফাগুন এসেছে পাখি গাইছে
ফুলে-ফুলে সেজেছে বন;
বাসন্তিক কবি লিখছে কবিতা
যাহার ভাবনা যেমন।