বসন্ত বায়ে বর্ষিষ্ঠ পল্লবে মর্মর ধ্বনি
উদ্যমে বিকশিত কিশলয়;
জীর্ণ-জরা ঝরায়ে ত্বরা সাজায় ধরণি
গড়ায় পুষ্পায়িত সুরালয়।


ধাবমান মন্থর মলয় মোহিনী সুবাসে
উন্মুক্ত দখিনা বাতায়ন;
ফাল্গুনি জোছনার বাধাহীন উচ্ছ্বাসে
হৃদয়ের গভীরে পলায়ন।


শুষ্ক পল্লব ঝরে মনের হীনতা-সমেত
কিশলয় জাগায় আশাবাদ;
শূন্য-বসন্ত বৃদ্ধাশ্রম-ন্যায় অনভিপ্রেত
জড়তায় জীবন বিস্বাদ।